কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও গোটা বিশ্বে লিওনেল মেসি বন্দনা চলছেই। আরাধ্য ট্রফিকে অবশেষে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। থামিয়েছেন সর্বকালের সেরার তর্ক। চোখ বুজে বলা চলে, সময়টা এখন লিওনেল মেসির।
এবার মেসির বন্দনা করাদের দলে যোগ দিলেন দানি আলভেস। তারকা এ ডিফেন্ডার আলভেস দীর্ঘসময় ধরে বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন। দুজনের বোঝাপড়াও দারুণ। ৩৯ বছর বয়সি এ তারকা ছিলেন এবারের ব্রাজিল দলেও। খেলেছেন একটি ম্যাচ।
মেসিকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আলভেস বলেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা তোমাকে ভালোবাসে। তোমাকে পুরো দুনিয়া ভালোবাসে। কারও কথায় কর্ণপাত করো না। পরিবারকে নিয়ে সময়টাকে উপভোগ করো। তোমাকে অভিনন্দন জানাই।’
২০০২ সালে ব্রাজিলের পর এবারই শিরোপা আসে লাতিন আমেরিকার কোনো দলের কাছে। ২০ বছরের অপেক্ষা শেষ হয়েছে আর্জেন্টিনার হাত ধরে। সেটিও উল্লেখ করে আলভেস বলেন, ‘ব্রাজিলিয়ান ও দক্ষিণ আমেরিকান হিসেবে আমি বুঝি, এটি শুধু একটি ট্রফি নয়। এরচেয়ে বেশি কিছু। ফুটবল চিরস্থায়ী হোক। যারা খেলাটাকে ভালোবাসে তার দীর্ঘজীবী হোক।’