The news is by your side.

এখনো ঝটকাই মারিনি, আগেই ব্লাউজ ছিঁড়ে গেল! রাখি সাওয়ান্ত

0 138

 

 

রাখি সাওয়ান্ত । জীবনের বেশিরভাগ বিতর্ক রাখি নিজেই তৈরি করেন।

ব্লাউজের দড়ি ছিড়ে গিয়ে একেবারে যাচ্ছেতাই কাণ্ড। রেগে গিয়ে তাঁকে বলতেও শোনা যায়, ‘লোক বলেন, আমরা নিজেরাই বিতর্ক তৈরি করি। তাহলে কি নিজেরাই নিজেদের ব্লাউজ ছিঁড়ে ফেলব?’

কোনও এক নাচের অনুষ্ঠানের আগেই ছিড়ে যায় রাখির ব্লাউজের দড়ি। কীভাবে ব্লাউজটা ছিঁড়েছে সেটিও ক্যামেরায় দেখান তিনি।

আর বলেন, ‘এখনও তো ঝটকাই মারিনি তার আগেই ব্লাউজ ছিঁড়ে গেল। কী দড়ি লাগিয়েছ এটা? এখন কি আমি সেফটিপিন দিয়ে কাজ চালাব? নাচটাও কি সেফটিপিনের ভরসাতেই করব নাকি?’

এখানেই শেষ নয়, ড্রামা কুইন এরপর আরও বলেন, ‘আপনাদের তো বুঝতে হবে আমরা শিল্পী, অনেক টাইট পোশাক আমাদের পরতে হয়। সেভাবেই তো আপনাদের দড়িটা লাগানো উচিত ছিল।’

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একদল মনে করছেন, ‘এটাও পুরোপুরি লোক দেখানো, এই মেয়েটা যা করে তার পুরোটাই পাবলিসিটি স্টান্ট। ভিডিয়ো দেখেই তো বোঝা যাচ্ছে এটা পুরোটাই নাটক করা।’

তবে একদল মনে করছেন, এতে রাখির কোনও দোষ নেই। পোশাক ছিঁড়ে গেলে যে কারও রাগ তো হবেই। এটা ইচ্ছে করে নাও হতে পারে!

যদিও এই ভিডিয়ো বেশ পুরনো। ২০২১ সালের। এক চ্যানেলের হোলির অনুষ্ঠানের শ্যুটের আগে ঘটেছিল ওই ঘটনা। আপাতত রাখি খবরে আছেন তাঁর নতুন প্রেম আদিল খান দুরানিকে নিয়ে।

কয়েক সপ্তাহে তিনি একাধিকবার দাবি করে আসছেন যে আদিলকে বিয়ে করবেন তিনি। কিন্তু ধর্মে মুসলিম আদিল পছন্দ করেন না রাখি ছোটখাটো পোশাক পরুক।

তাই এখন তিনি নিজেকে বদলাচ্ছেন। বিগ বস ১৬-র ঘরে রাখি-আদিলের প্রবেশের সম্ভাবনাও এরিয়ে দেওয়া যাচ্ছে না।

 

Leave A Reply

Your email address will not be published.