পাহাড়ি শহর লোনাভলা। সেখানেই সাদামাটা ভাবে বিয়ে সারেন দেবলীনা ও শেহনওয়াজ়। পেশায় অভিনেত্রীর জিম প্রশিক্ষক শেহনওয়াজ় শেখকে বিয়ে করার পর থেকেই প্রশ্নের মুখে পড়তে হয়ে তাঁকে। সব সময় স্বামীর হয়ে গলা ফাটিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ বরের সঙ্গে এ কেমন ভিডিয়ো পোস্ট করলেন দেবলীনা!
স্বামী মুসলিম, সেই কারণে সমাজমাধ্যমে বিস্তর কটাক্ষ সহ্য করেছেন দেবলীনা। একাংশের বক্তব্য ছিল তিনি নাকি অন্তঃসত্ত্বা, সেই কারণেই তড়ঘড়ি বিয়ে সেরেছেন। আলিয়া ভট্টর সঙ্গেও তুলনা টানা হয়েছে তাঁর।
কিন্তু সব বিদ্রুপের জবাব দিয়েছেন অভিনেত্রী। এবার নতুন এক ভিডিয়ো শেয়ার করেছেন দেবলীনা সেখানে নিজের সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র জনপ্রিয় সংলাপ “রঁসরে মে কৌন থা’র রিল বানান।
যেখানে কোকিলার চরিত্রে দেবলীনা ও অন্য দিকে হেতলের ভূমিকায় দেখা গিয়েছে শেহনওয়াজ়কে। স্বামীর সঙ্গে মজার খুনসুটি ভরা ভিডিয়ো শেয়ার করে নিন্দকের জবাব দিয়েছেন তিনি। ভিডিয়োর সার কথায়, ‘‘অন্য দিকে নজর না দিয়ে নিজের চরকায় তেল দিন।’’