The news is by your side.

একরামুল চৌধুরী ও মির্জাকে ক্ষমা করেছি : ওবায়দুল কাদের

একরামুল চৌধুরী এবং কাদের মির্জা আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি নোয়াখালীর স্বার্থে ক্ষমা করে দিয়েছি

0 122

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ক্ষমা করে দিয়ে কলহ মুক্ত নোয়াখালীর রাজনীতির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, একরামুল করিম চৌধুরী এবং আমার ছোট ভাই (আবদুল কাদের মির্জা) আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে তাদের ক্ষমা করে দিয়েছি।

আজ সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্লোগান যদি দিতে হয়, তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন। অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে দেশ।

সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.