The news is by your side.

উন্মুক্ত পিঠে পারদ চড়ালেন রুবিনা

0 251

 

 

বিগবস ১৪ সিজনে বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী রুবিনা দিলাইক। তার পর থেকেই দর্শকদের নজরে থাকেন তিনি। স্কার্টের সঙ্গে ব্রালেটে নজর কাড়লেন তিনি। কমলা রঙের স্কার্টের সঙ্গে ডিপ নেক ব্রালেট। রুবিনার শরীরী হাতছানি স্পষ্ট এই পোশাকে।ওয়াইন রঙের শিমার শাড়িতে রুবিনার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। চোখের ভাষাতেই কুপোকাত অনেকে। ফ্লোরাল আনারকলি সেটে উজ্জ্বল লুক রুবিনা দিলাইকের।টিউব ব্রালেটের সঙ্গে শিফন শাড়ি।

রুবিনার ক্লিভলাইন স্পষ্ট এই সাজে। চোখ ফেরায় কার এমন সাধ্য।সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্য়া কম নয়। যে কোনও লুকেই তিনি সাড়া ফেলে দেন।ব্রালেটের সঙ্গে শিফন শাড়ি। স্নিগ্ধ সৌন্দর্য রুবিনার।সাদা পোশাকের সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের ওড়না। বিগবসে বিশেষ নজর কেড়েছিলেন তিনি।মারকাটারি ফোটোশ্যুট একেই বলে। রুবিনার লাস্যে মুগ্ধ অনেকেই।পার্পল রঙেরে লেহেঙ্গার সঙ্গে মানানসই সাজ। নজর কাড়ছে চুল বাঁধার কায়দা।

 

Leave A Reply

Your email address will not be published.