The news is by your side.

উত্তেজনা বাড়ছে দুই কোরিয়ার মধ্যে, সীমান্তে যুদ্ধবিমান

0 144

 

দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা কমার বদলে ক্রমশ বাড়ছে। শুক্রবার পিয়ংইয়্যাংয়ের অন্তত ১৮০টি যুদ্ধবিমান দু’দেশের মধ্যেকার উত্তর সীমান্তে মহড়া দেওয়ার পরেই পাল্টা যুদ্ধবিমান নামাল সোল। আমেরিকার সঙ্গে যৌথ ভাবে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ মহড়ার মধ্যেই দক্ষিণ কোরিয়া আজ এফ-৩৫এ স্টিলথ ফাইটার্স-সহ ৮০টি যুদ্ধবিমানকে আকাশ পাহারায় নামিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধবিমানগুলি দু’দেশের সীমান্তের খুব কাছ দিয়ে ওড়ার পরেই এই পদক্ষেপ করেছে তারা। গত মাসেও উত্তর কোরিয়ার ১০টি যুদ্ধবিমান একই ভাবে উড়ে যাওয়ার পরে পাল্টা পদক্ষেপ করেছিল সোল।

গত কয়েক মাস ধরেই দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেঁষে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার দু’দেশের সাগরসীমার কাছে ৮০ রাউন্ড গুলি চালিয়েছে উত্তর কোরিয়ার সেনা।

সাগরে একাধিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে তারা। তার মধ্যে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। যদিও দক্ষিণ কোরিয়া সেনা সূত্রের দাবি, উৎক্ষেপণটি ব্যর্থ।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ ভাবে নৌ-মহড়া শুরুর পরেই নিজেদের ক্ষোভ জানাতে এ ভাবে আক্রমণাত্মক হয়েছে কিম জং উনের দেশ।

 

Leave A Reply

Your email address will not be published.