The news is by your side.

আমরা সব ম্যাচ জিততে চাই: পাপন

0 181

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান। কিন্তু এই আফগানরাই আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। এমন ম্যাচ দেখে কী কিছুটা ভয়ের সঞ্চার হয়েছে টাইগারদের মনে?

সংযুক্ত আরব আমিরাতে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে ডিনার শেষে অবশ্য ভয়-ডরকে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের বললেন, আমরা কোনো দলকেই ভয় পাই না। প্রথম ম্যাচ থেকেই জিততে চাই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে। সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব।‘

নাজমুল হাসান পাপন বলেন, আফগানিস্তানকে ছোট করে দেখার কোনো কারণ নাই। এটা আমরা সবসময় বলে আসছি। টি-টোয়েন্টিতে আফগানিস্তান খুবই শক্তিশালী দল। প্রত্যেকটা টিমই ভালো। প্রথম খেলায় আফগানিস্তান প্রতিপক্ষ, এদের বিরুদ্ধে জিতলে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতবো।‘

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স এখন হতাশাজনক। বোর্ড সভাপতির মতে, করোনার বিরতিতে দলের পারফরম্যান্সে ছন্দপতন হয়েছে, ‘করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।’

Leave A Reply

Your email address will not be published.