The news is by your side.

আওয়ামী লীগের জন্ম রাজপথে, কখনো রাজপথ ছাড়বে না: ওবায়দুল কাদের

0 385

আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়,আওয়ামী লীগের অবস্থান   সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন।

আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে।

সিতাকুন্ডের অগ্নিকান্ডের ঘটনায়  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা;  সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে,তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন – আগুন নিয়ে খেলবেন না,তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিনতি হবে ভয়াবহ হবে।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা,সাংসদ সদস্য সাদেক খান এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চান।

Leave A Reply

Your email address will not be published.