The news is by your side.

অভিনেত্রী অন্বেষী জৈন’র রূপের ছটায় ঘায়েল হয়েছে অগণিত মানুষ

0 136

বর্তমান প্রজন্মের কাছে অন্যতম একটি মুখ অন্বেষী জৈন। ওয়েব সিরিজ ‘গান্দী বাত ২’এর সূত্র ধরেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। অন্বেষী বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত।

কয়েকটি সাহসী দৃশ্যেও অভিনয় করে রীতিমতো ঘুম ছুটিয়েছিল দর্শকদের। সম্প্রতি নিজের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের ঝলকের সূত্র ধরেই চর্চার আলোয়।

সম্প্রতি অভিনেত্রী নিজের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। সোনি লাইভ ইন্ডিয়াতেই তার সেই মিউজিক ভিডিও মুক্তি পেয়েছিল। তামিল, তেলেগু, মালায়ালাম এবং কানাডা এই চারটি ভাষাতেই মুক্তি পেয়েছিল সেই মিউজিক ভিডিওটি।

‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর সেই মিউজিক ভিডিওটির শুটিংয়ের কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায়নি তার অগণিত ভক্তমহলের। নিঃসন্দেহে এই মিউজিক ভিডিওতে তার রূপের ছটায় ঘায়েল হয়েছে অগণিত মানুষ। তার চোখের আবেদনভরা চাহনিতে হুঁশ উড়েছে একাংশের। খোলা চুলে, মানানসই সাজে মেরুন রঙের জমকালো ঘাঘড়া-চোলিতে বোল্ড অবতারেই দেখা দিয়েছিলেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.