The news is by your side.

বিএনপির কাছে সব কিছুই কালো আইন বলে মনে হয়: আইনমন্ত্রী

0 701

 

বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে কালো আইন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উনারা (বিএনপি নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি সেটা তাদের কাছে কালো আইন বলে মনে হয়।

শনিবার দুপুরে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

বিএনপি নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনারা আইনটি আগে পড়ুন, বুঝুন। তারপর মন্তব্য করুন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূঁইয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.