The news is by your side.

বাংলাদেশিদের ভারত-ভ্রমণ সহজ করবে বিজেপি

0 555

 

 

কাল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতা যেতে পারলে বাংলাদেশ, নেপাল ভুটানের মানুষদের ভারত ভ্রমণ আরও সহজ করবে বিজেপি দলটির নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে তবে একই সঙ্গে আসামসহ উত্তরাঞ্চলেঅনুপ্রবেশঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেছে দলটি

মঙ্গলবার ভারতীয় জনতা দল-বিজেপি’র নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে বলা হয়, ‘আমরা এরই মধ্যে ১৪টি সমন্বিত চেকপোস্ট স্থাপন করেছি। ২০২৪ সালের মধ্যে আরও ১৪টি নির্মাণ করা হবে। এগুলো সম্পন্ন হলে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ সহজ হবে।’

ইশতেহারে বলা হয়, আগামীবার নাগরিত্ব বিল সংশোধন করবে বিজেপি সরকার। এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে।

মোদী সরকারের বর্তমান নীতি ‘সবার আগে প্রতিবেশি দেশ’ নীতি আরও এগিয়ে নেয়ারও অঙ্গীকার করা হয় ইশতেহারে। রয়েছে প্রতিবেশিদের সঙ্গে আঞ্চলিক সমন্বয় ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাসও।

ক্ষমতায় গেলে আসামের বিতর্কিত নাগরিকপঞ্জি ভারতের অন্য অংশেও বাস্তবায়ন করবে বিজেপি। দলটি বলছে, ‘আমরা নাগরিকপঞ্জি অনুপ্রবেশকারী সমস্যা রয়েছে এমন এলাকাগুলো গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করবো। দেশের অন্য অংশেও পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।’

 

 

Leave A Reply

Your email address will not be published.