The news is by your side.

ফিলিপাইন সাগরে  চীনা যুদ্ধ বিমান-জাহাজ

0 201

 

 

যুক্তরাষ্ট্র ও জাপানকে উস্কে দিতে ফিলিপাইন সাগরে যুদ্ধ বিমান ও জাহাজের উপস্থিতি বাড়িয়েছে  চীনা বাহিনী। সেখানে তারা সামরিক মহড়া করছে বলে জানা গেছে।

তাইয়ানের আশপাশে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, জাহাজের উপস্থিতি বাড়াচ্ছে চীনা বাহিনী। বেশিরভাগ জাহাজ দ্বীপটির পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। প্রাপ্ত তথ্য মোতাবেক তাওয়ানের খুব কাছেই অবস্থান করছে সেগুলো।

মহড়ায় অংশ নিয়েছে চীনা বাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়ায়োনিং, ০৫৫ ধরনের বড় ডেস্ট্রয়ার। এসব জাহাজ গত ২ মে থেকে পরবর্তি ৫ দিন পূর্ব চীন সাগর থেকে মিয়াকো প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছেছে। মহড়ার সময় এসব যান তাইওয়ানের খুব কাছে চলে আসে।

তাইওয়ানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, চীনা বাহিনীর বেশকিছু বিমান ও জাহাজ দ্বীপের দক্ষিণপশ্চিম ও দক্ষিণপূর্বাঞ্চলের কাছাকাছি অবস্থান করে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাদের উপস্থিতি ছিলো ওই এলাকাগুলোতে।

 

Leave A Reply

Your email address will not be published.