The news is by your side.

নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত নারী শিক্ষা : স্পিকার

0 543

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত নারী শিক্ষা। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে। সঠিক শিক্ষায় শিক্ষিত নারীরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। যা নারীদের সামনে এগিয়ে যাওয়ার পথ মসৃণ করেছে।

রাজধানীর হলিক্রস কলেজের সিস্টার অগাষ্টিন ম্যারি হলে বৃহস্পতিবার গুণীজন সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিক্রস কলেজের গভর্নিং বডির সভাপতি কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

অনুষ্ঠানে জাতীয় সংসদে টানা তৃতীয়বার নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ হলিক্রস কলেজের সাবেক চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অন্যদু’জন হলেন এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি ও সুবর্ণা মোস্তফা। এছাড়া কলেজের উন্নয়নে অবদান রাখার জন্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে সংবর্ধনা দেয়া হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রাচীনকাল থেকেই নারীরা শিক্ষার প্রসারে উল্লেখ যোগ্য অবদান রেখে চলেছেন। ৮৫৯ খ্রিস্টাব্দে পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় মরক্কোর কারওয়াইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা নামের একজন মহীয়সী নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপ-বৃত্তির মাধ্যমে সহায়তা করছেন।

Leave A Reply

Your email address will not be published.