The news is by your side.

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট ১৭ অক্টোবর

0 568

 

 

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর, যাচাই-বাচাই ২০ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৮ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

এই দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।

প্রসঙ্গত, গত ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি। কোনো আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.