The news is by your side.

ইডেনে রাসেল ঝড়ে ম্লান ওয়ার্নার, অসম্ভবকে সম্ভব করে জিতল কেকেআর

0 602

 

ডেভিড ওয়ার্নারের মঞ্চে আলো কেড়ে নিলেন আন্দ্রে রাসেল। শেষ তিন ওভারে অসম্ভবকে সম্ভব করলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

রাসেলের জন্যই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ভক্তদের মুখে দিনের শেষে খেলা করল হাজার ওয়াটের আলো। ১৭ ওভারের শেষে কেকেআরের রান ছিল ৪ উইকেটে ১২৯। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করে তুলেছিল ১৮১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নাইটদের। শেষ তিন ওভারে অসাধ্যসাধন করা কি সম্ভব? প্রথম ম্যাচেই কি হার মানতে হবে কেকেআরকে?

তাঁর জন্যই প্রত্যাবর্তনের ম্যাচ স্মরণীয় হল না ওয়ার্নারের। অথচ শুরুতে ওয়ার্নারই তো সব আলো শুষে নিয়েছিলেন। রানের গতি নিজের ইচ্ছামতো বাড়ালেন। তাঁর ৮৫ রানের ইনিংসের জন্যই সানরাইজার্স হায়দরাবাদ করে তিন উইকেটে ১৮১ রান।

নাইটদের শুরুটা ভাল হয়নি। ওপেনার ক্রিস লিন ফেরেন মাত্র ৭ রান করে। প্রথম উইকেট দ্রুত যাওয়ার পরে উত্থাপ্পা (৩৫) ও নীতীশ রানা ৮০ রানের পার্টনারশিপ গড়েন। অধিনায়ক দীনেশ কার্তিক করলেন মাত্র ২। রানা করেন ৬৮। তিনি ফেরার পরে ইডেন জুড়ে শুধুই রাসেল। হায়দরাবাদের হাতের মুঠো থেকে একাই ম্যাচ ছিনিয়ে নিলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: সানরাইজার্স হায়দরাবাদ (২০ ওভার) ১৮১-৩

কেকেআর (১৯.৪ ওভার) ১৮৩-৪

Leave A Reply

Your email address will not be published.