The news is by your side.

‘আত্মনির্ভর ভারত’ প্রকল্প নরেন্দ্র মোদীর

0 521

 

 

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। । ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য পেশ করলেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্প নিয়ে সরব প্রধানমন্ত্রী। বণিকসভাকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আত্মনির্ভর ভারত প্রকল্পে সরকার ব্যবসা সহায়ক বহু পদক্ষেপ ঘোষণা করেছে। আপনার তার সুযোগ নিন। নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন। সরকার আপনাদের সব রকম সাহায্য করবে।’’

করোনাভাইরাসের সংক্রমণ এবং তা রুখতে লকডাউনের জেরে অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। তার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক সমস্যা। সেঢই বিষয়টি উল্লেখ করে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন, ‘‘এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের মতো সমস্যা রয়েছে।’’ তবে এই সব সমস্যার সঙ্গে দেশবাসী এক হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।’’

বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এই সভা হচ্ছে কলকাতায়। তাই মোদীর এ দিনের ভাষণে গুরুত্ব পেয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে কলকাতার কথা, পশ্চিমবঙ্গের কথা। বাংলা আজ যা ভাবে, দেশবাসী তা আগামিকাল ভাবে— এই উদাহরণ আবার ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে।’’

কলকাতা বারাণসী জলপথ পরিবহণ প্রকল্প চালু হয়েছে। বারণসী থেকেই মোদী সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমার নিজের কেন্দ্রের সঙ্গে কলকাতার এই যোগ খুব ভাল লাগে।’’ দেশে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ বর্জনের উপর জোর দেওয়া হচ্ছে। আবার বাংলায় রয়েছে পাটশিল্পের বিরাট হাব। প্লাস্টিক বর্জন করলে প্রয়োজন পড়বে পাটের ব্যাগ, প্যাকেজিং মেটেরিয়াল। এই যোগসূত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা পাটের ব্যাগ, প্যাকেজিং মেটেরিয়াল তৈরি করুন। তাতে রাজ্যেরও লাভ, দেশেরও লাভ। পশ্চিমবঙ্গে তৈরি পাটের জিনিসপত্র সারা দেশের মানুষের হাতে হাতে ঘুরবে, এটাও তো পশ্চিমবঙ্গের জন্য বিরাট গর্বের বিষয়।’’ একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘আপনারা কি সেগুলি তৈরি করা শুরু করেছেন?’’

 

 

Leave A Reply

Your email address will not be published.