The news is by your side.

আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আর নেই

0 592

নগর প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত আর নেই।

বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলের দুঃসময়ে আবুল হাসনাত সাহসী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ এবং জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আবুল হাসনাতের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য বর্গ এবং সংসদ সদস্যগণ। আবুল হাসনাত পুরনো ঢাকায় তার রাজনীতি শুরু করেন। পথচলার বিভিন্ন পর্যায়ে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুজন হালদার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

Leave A Reply

Your email address will not be published.