সাকিবের অপেক্ষা মাত্র একটি উইকেটের!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা শুরু করেছিলেন নামের পাশে ২৯৪ উইকেট নিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিন ম্যাচ খেলে সাকিব আল হাসান নিয়েছেন পাঁচ উইকেট। অপেক্ষা মাত্র একটি উইকেটের। তা পেলেই টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন সাকিব। রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে ২৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৪ রান দিয়ে এক উইকেট পেলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দেখা গেছে কিপটে সাকিবকে। ১৪ এপ্রিল, শনিবার সাবেক দল কলকাতার বিপক্ষে ২৩ রানে নেন দুই উইকেট। এতে তিনি পৌঁছে গেছেন ৩০০ উইকেটের দোরগোড়ায়।
এ ছাড়া ২১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সাকিব। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট শিকার করেছেন চারজন বোলার। তাদের মধ্যে দুইজন পেসার ও দুইজন স্পিনার। আর এক উইকেট পেলে তৃতীয় স্পিনার হিসেবে এই তালিকায় নাম লেখাবেন সাকিব।
৪১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ঝুলিতে আছে ৩৪৮ উইকেট। সুনীল নারাইন আছেন তৃতীয় স্থানে। এই অফ স্পিনার নিয়েছেন ৩২১ উইকেট।পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সংগ্রহ ৩০০ উইকেট।
আগামী ১৯ এপ্রিল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আর ওইদিন এক উইকেট পেলে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।