রবিবার বিকেলেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এ দিন বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কোন রাজ্যে মোট কত দফায় ভোট হবে, তা জানা যাবে আজই।
ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবারই একটি বৈঠক করে নির্বাচন কমিশন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হওয়ার পরেই রবিবার ঘোষণা হতে পারে ভোটগ্রহণের সূচি।
বর্তমান লোকসভার মেয়াদ চলতি বছরের ৩ জুন শেষ হচ্ছে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সাত থেকে আট দফায় এবারের লোকসভা নির্বাচন হতে পারে। সবমিলিয়ে দু’ মাসেরও বেশি সময় ধরে চলতে পারে ভোট। এপ্রিল মাসে প্রথম দফার নির্বাচনের জন্য মার্চের শেষ দিকেই বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা থাকছে।
লোকসভা নির্বাচনের একইসঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হতে পারে। জম্মু-কাশ্মীরেও বিধানসভা ভোট হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দিকটি মাথায় রেখে লোকসভা নির্বাচনের সঙ্গে সেখানে বিধানসভা ভোট হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে।