The news is by your side.

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা: নিহত ৪

0 5

 

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যাওয়ার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

খালে পড়ে যাওয়া বগি উদ্ধারের কাজ এখনও চলছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যদের সমন্বয়ে উদ্ধারকাজ অব্যাহত আছে।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রেলওয়ে সচিব মো. মোফাজ্জেল হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তি‌নি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে কুলাউড়ায় অবস্থান কর‌ছেন।

নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফাহমিদা ইয়াসমীন ইভা। তি‌নি সিলেট ওসমানি মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, বাড়ি সিলেটে। অপরজন মনোয়ারা পারভীন (৪৫)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া এলাকায়।

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস রোববার রাত পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে কালা মিয়া বাজার সংলগ্ন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

 

Leave A Reply

Your email address will not be published.