The news is by your side.

মদপানে রাবির ২ শিক্ষার্থী ও রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

0 579

 

 

মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। নিহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহতাসিম রাফিদ খান তুর্ষ এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুর্য রায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাফিদ খানের বাড়ি খুলনায় এবং তুর্য রায়ের বাড়ি নীলফামারির ডোমারে।

সহকারী প্রক্টর হুমায়ুন কবীর জানান, নগরীর মুন্নাফের মোড় এলাকায় ছাত্রাবাসে তারা মদমদপানে অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোরে তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে মদপানে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের এক রাশিয়ান প্রকৌশলী শনিবার রাতে মদপান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিন বিদেশি।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত তিনজনের লাশ মর্গে রয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.