নোয়াখালীতে ওষুধ কারখানায় বিস্ফোরণ : শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ্ হয়ে পড়েছেন আরও সাতজন।
সোমবার উপজেলায় বিসিক শিল্প নগরীর ‘গ্লোব ড্রাগস লিমিটেডের’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্যবস্থাপক একেএম নুরুল আমিন ও বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. আবদুল্লাহ জানান।
মৃত নুরুল আমিন রনি (২২) উপজেলার একলাশপুর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।
অসুস্থ্ আবুল খায়ের, নাছির উদ্দিন, প্রদীপ সাহা, আবু জাহের, সুমন চন্দ্র শীল, লুৎফুল কবির ও এনামুল হককে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্লোব ড্রাগস লিমিটেড গ্লোব ফার্মাসিউটিক্যালসের একটি প্রতিষ্ঠান।
গ্লোব ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপক একেএম নুরুল আমিন চৌধুরী বলেন, “সোমবার ভোরে তরল ক্যামিকেল গরম করার সময় তা বিস্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আট শ্রমিক অজ্ঞান হয়ে যান।”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অসুস্থ্ শ্রমিকদের হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিনের মৃত্যু হয় বলে জানান তিনি।
এসআই আবদুল্লাহ বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”