জ্ঞান ফেরে, চোখ মেলে তাকাই; দেখি লাশের মধ্যে শুয়ে আছি আমি

বিশেষ প্রতিবেদক
২১ আগস্ট ২০০৪। আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিতে সাগরতীরের জনপদ বরগুণার পাথরঘাটা থেকে ছুটে এসেছিলেন নাসিমা ফেরদৌসী।
কথা ছিল, সমাবেশ শেষে ফিরে যাবেন ঢাকার বাসায়। কিন্তু ভয়াবহ গ্রেনেড হামলায় সেদিন বাড়ি ফেরা হয়নি তার। রক্তাক্ত অবস্থায় লাশের গাড়িতে করে তার স্থান হয় ঢাকা মেডিকেলের বারান্দায়। সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী ভিশননিউজ ২৪.কমের সাথে একান্ত সাক্ষাৎকারে সেদিনের সেই ভয়াল স্মৃতি আর দুঃসহ যন্ত্রণার কথা জানিয়েছেন।
২১ আগস্টের শোকাবহ স্মৃতি আউরে নাসিমা ফেরদৌসী বলেন… নেত্রীর দিকে তাকালাম… বুঝলাম না-যে কি হয়েছে। দেখলাম ধোঁয়া, পেটের ভিতর ঢুকে গেল স্প্রিন্টার, শাড়ি, পেটিকোট ছিড়ে গেল… পা দুটো ক্ষতবিক্ষত হয়ে খুলে পড়ছে, এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই, কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। তখন দেখি, আমি ট্রাকে লাশের ভিতরে। মেডিকেলের ভিতরে না নিয়ে করিডোরে ফেলে রাখল, ডাক্তার, নার্স কিচ্ছু নাই… কান্নকাটি আর চিৎকার করছি…