The news is by your side.

আইপিএল খেলতে বাধা নেই সাকিবের

0 497

 

আঙুলের ইনজুরি থেকে ফিরে পুরোদমে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসান। চোট পাওয়া আঙুলে কোন ব্যথা নেই বলে তিনি জানিয়েছেন। এছাড়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর মনে করছেন সাকিবের কোন সমস্যা নেই। তারপরও বুধবার চিকিৎসকরা তার সঙ্গে বসেন। তাদের মতামত নিয়েই বিসিবি সাকিবের আইপিএল খেলার ছাড়পত্র দেওয়ার কথা ভাবে।

তবে ছাড়পত্র সাকিবকে আগেই দেওয়া হয়েছে বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সাকিবকে এরই মধ্যে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তার ফিটনেস দিয়ে কোন সমস্যা নেই। সাতদিনের মতো অনুশীলন করেছে সাকিব। চিকিৎসকরা ২০ তারিখ পর্যন্ত সময় বেধে দিয়েছিল। সাকিব সেটা ভালোমতোই পার করেছে।

বাংলাদেশ অলরাউন্ডার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয়বারের মতো মাঠে নামার অপেক্ষায় আছেন। আগামী ২৩ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের আসর। সাকিবের দলের খেলা ২৪ মার্চ। কলকাতার ইডেন গার্ডেনে সাকিবরা প্রথম ম্যাচ খেলবেন। তবে সাকিব কবে দেশ ছাড়বেন তা এখনও জানা যায়নি।

এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদ সংস্থা বিএসএস’কে বলেন, ‘আমরা সাকিবের ফিটনেস পরীক্ষা নেওয়া নিয়ে ভাবছি না। তার এক্স রে’ও করানোরও দরকার নেই। আমরা কেবল তার থেকে শুনতে চাই তিনি কেমন অনুভব করছেন। কোন সমস্যা হচ্ছে কিনা। তিনি ঠিকঠাক ব্যাটিং, ফিল্ডিং এবং ক্যাচ ধরতে পারছেন। তবুও আমরা তার থেকে শুনতে চাই।’

সাকিবকে আইপিএলে খেলার অনুমিত দেওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহি নাজিমউদ্দিন চৌধুরী মঙ্গলবার বলেন, ‘সাকিব একটা ইনজুরি থেকে উঠেছে। সে অনুশীলনে ফিরেছে। কিন্তু তার অবস্থা আরও একবার মূল্যায়ন করা হবে। তবেই আমরা তাকে অনাপত্তিপত্র দিতে পারবো।’ বিসিবির চিকিৎসকদের সঙ্গে সেজন্য সাকিবের বুধবার বসার কথা ছিল।

Leave A Reply

Your email address will not be published.